
ডাফলা পাহাড় ,মিরি পাহাড় ,কৃষ্ণ পাহাড় প্রভৃতি শিবালিকগুলি অরুণাচল হিমালয়ের অন্তগর্ত ।
- কাংড়ো, সাঙ্গা, চোলিন , তুঙ্গা প্রভৃতি এখানকার উল্লেখযোগ্য গিরিপথ।
- নামচাবারওয়া (7756মিটার) সর্বোচ্চ শৃঙ্গ। পূর্ব হিমালয় অরুণাচল, মিজোরাম, মণিপুর এর পরে মায়ানমার পর্যন্ত বিস্তৃত হয়েছে। মায়ানমারের নাম আরাকানউইমা।
- এই পর্বত শ্রেণি মায়ানমার অতিক্রম করে আরো দক্ষিণে বিস্তৃত। যেগুলি পরবর্তীকালে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তৈরি করে।
- নদীর অবস্থিতি অনুযায়ী পূর্ব -পশ্চিমে হিমালয়কে বিভিন্ন ভাগে ভাগ করা যায়-। যেমন-
- কাশ্মীর হিমালয় (Indus to Sutlej)
- কুমায়ুন হিমালয়( Sutlej to Kali)
- নেপাল হিমালয় (Kali to koshi )
- সিকিম হিমালয় (Koshi to Trishta)
- আসাম হিমালয়ের (Trishta to Dihang)
Post a Comment