- 1954 সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়।
- 1956 সালে কেরালা রাজ্যের সৃষ্টি হয়।
- 1957 সালে North Eastern Frontier Agency এবং নাগাল্যান্ড কেন্দ্র শাসিত অঞ্চলের মর্যাদা পায়।
- 1960 সালে বোম্বাই ভেঙ্গে মহারাষ্ট্র এবং গুজরাট গঠিত হয়।
- 1961 সালে দাদরা,নগর ও হাভলী কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়।
- 1962 সালে গোয়া, দমন ও দিউ কেন্দ্রশাসিত শাসিত অঞ্চলের মর্যাদা পায়।
- 1963 সালে নাগাল্যান্ড অঙ্গরাজ্যে রাজ্যের মর্যাদা পায়।
- 1966 সালে পাঞ্জাবকে ভেঙ্গে পাঞ্জাব এবং হরিয়ানা গঠিত হয়।
- 1969 সালে মাদ্রাজ এর নাম হয় তামিলনাড়ু।
- 1971 সালে হিমাচলপ্রদেশ , মণিপুর, ত্রিপুরা এবং মেঘালয়কে পূর্ণঙ্গ রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়।
- 1971 সালে North Eastern Frontier Agency এর নাম পালটে অরুণাচল প্রদেশ করা হয়।
- 1973 সালে মহীশূরের নাম কর্ণাটক হয়।
- 1973 সালে লাক্ষাদ্বীপ, মিনিকয় এবং আমিন্দিভি দ্বীপপুঞ্জের নাম রাখা হয় লাক্ষাদ্বীপ ।
- 1975 সালে সিকিম অঙ্গরাজ্য হিসেবে ভারতের সাথে যুক্ত হয়।
- 1986 সালে মিজোরাম অঙ্গরাজ্য হিসাবে মর্যাদা পায়।
- 1987 সালে অরুনাচলপ্রদেশ ও গোয়া অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে।
- 2000 সালে 1 নভেম্বর মধ্যপ্রদেশ ভেঙ্গে ছত্তিশগড়, 7 নভেম্বর উত্তরপ্রদেশ ভেঙ্গে উত্তরাঞ্চল এবং 15 নভেম্বর বিহার ভেঙ্গে ঝাড়খণ্ড তিনটি রাজ্য গঠিত হয়।
- 2014 সালের 2 রা জুন অন্ধ্রপ্রদেশ ভেঙ্গে তৈরি হয় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্য ।
2019 সালের 31 শে অক্টোবর জম্নু-কাশ্মীর ভেঙ্গে (১) জম্মু ও কাশ্মীর এবং (২) লাডাক নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়।
The Best Gaming Blogger Template

Post a Comment