অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পরিচয় (Identity of State and Union Territories)

  1.  রাজস্থান -আয়তন 342239 বর্গ কিমি- রাজধানী জয়পুর- প্রধান ভাষা  রাজস্থানি,হিন্দি । এটি আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য।
  2. মধ্যপ্রদেশ- আয়তন 308252 বর্গ কিমি - রাজধানী ভোপাল - প্রধান  ভাষা হিন্দি । মোট বনভূমির পরিমাণ সবথেকে বেশি (77462 বর্গকিমি)। তাই ভারতের  হৃদয়ে বলা হয়।
  3. মহারাষ্ট্র - আয়তন 307716 বর্গ কিমি - রাজধানী মুম্বাই - প্রধান ভাষা মারাঠি - এটি ভারতের অর্থনৈতিক  রাজধানী ।
  4. উত্তর প্রদেশ - আয়তন 240928 বর্গ কিমি - রাজধানী  লখনউ - প্রধান ভাষা হিন্দি,  উর্দ - এটি  ভারতের  সর্বধিক জনবহুল রাজ্য ( জনগননা 2011)। এই রাজ্য  ভারতের 9টি রাজ্য  ও একটি দেশের সীমানা স্পর্শ করেছে ।
  5. গুজরাট - আয়তন 196024 বর্গ কিমি - রাজধানী গান্ধীনগর - প্রধান ভাষা গুজরাতি, সিন্ধি - এই রাজ্যের উপকূল রেখা রাজ্যগুলির মধ্যে দীর্ঘতম।
  6. কর্ণাটক - আয়তন 191791 বর্গ কিমি - রাজধানী বেঙ্গালুরু - প্রধান ভাষা  কানাড়া - চন্দনের জন্য প্রসিদ্ধ।
  7. অন্ধ্রপ্রদেশ - আয়তন 160205 বর্গ কিমি - রাজধানী অমরাবতী - প্রধান  ভাষা তেলেগু, উর্দু - ভারতের ধানের গোলা ও এশিয়ার ডিমের ঝুড়ি  নামে  পরিচিত।
  8. ওডিশা - আয়তন 155782 বর্গ কিমি - রাজধানী ভূবনেশ্বর - প্রধান ভাষা ওড়িয়া - ভারতের দীর্ঘতম বাঁধ হিরাকুদ এবং বৃহত্তম  লেগুন  চিল্কা  এই রাজ্যে অবস্থিত।
  9. ছত্তিশগড় - আয়তন 136034 বর্গ কিমি - রাজধানী রায়পুর - প্রধান ভাষা  হিন্দি - এখানকার কোসা সিল্ক প্রসিদ্ধ ।

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post