ভারতের ভূ- প্রকৃতির তারতম্য অনুযায়ী শ্রেণিবিভাগ:

  • উত্তর ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল (The Northern Mountains)
  • হিমের আলয়-হিমালয়-- হিমালয়ের  অধিকাংশ শৃঙ্গ সারাবছর বরফে ঢাকা থাকা বলে পর্বত শ্রেণির নাম হিমালয়।
  • হিমালয় যেখানে অবস্থিত সেখানে আগে টেথিস সাগর/মহীখাত ছিল। এই মহীখাতের দক্ষিণে গন্ডোয়ানাল্যান্ড  ও উত্তর অ্যাঙ্গারাল্যান্ড  নামে প্রাচীন ভূ-ভাগ  ছিল। ভূ-আলোড়নের ফলে গন্ডোয়ানাল্যান্ডের তলদেশে ভারতীয়  পাত ও অ্যাঙ্গারাল্যান্ডের তলদেশে এশিয়াপাত গতিশীল হয়ে পড়ে। পাতসমূহের সঞ্চালনের ফলে হিমালয়ের গঠন কাজ এখনও  সম্পূর্ণ  হয়নি,মাঝে মাঝে ভূমিকম্প এর প্রমান।
  • আজ থেকে প্রায়ই 7 কোটি বছর আগে  টারসিয়ারি যুগে হিমালয়ের জন্ম  শুরু হয়। এই দুই মহাদেশীয়  পাতের সঞ্চালনের ফলে মধ্যভাগে অবস্থিত ভূ-ভাগ দু-দিক বরাবর চাপের জন্য  উথিত হয়ে হিমালয়  ভঙ্গিল পর্বতের সৃষ্টি  করে, মহাদেশীয় পাতের সঞ্চালনের পূর্বে মহাসামুদ্রিক পাতের সঞ্চালন হয়ে,ফলে Volcanic Island Arc তৈরি হয়।
  • ভারতীয়  ভূ-ভাগ এই Island গুলিকে নিয়ে উত্তরমুখী যাত্রা শুরু করে।এই Islandটি বর্তমানে কারাকোরাম পর্বতশ্রেণি তৈরি করেছে। লাভা দিয়ে গঠিত তাই পর্বতশ্রেণি কালো রঙের হয়। একে K2পর্বতকে কৃষ্ণগিরি বলা হয়।
  • ভারতের উত্তর-পশ্চিমে পামির  থেকে নির্গত ।

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post