মালভূমি (Plateaus)

সমুদ্রপৃষ্ঠ  থেকে মাঝারি উচ্চতায়  অবস্থিত, চারপাশে  খাড়া ঢাল যুক্ত , উপরিভাগ তরঙ্গায়িত এবং সুবিস্তৃত ভূমিকে মালভূমি বলে । এর উচ্চতা  সমুদ্রপৃষ্ঠ থেকে 300-600 মিটার। স্থলভাগের 30% এলাকা হল মালভূমি । 

উদাহরণ- ১) ভারতে দাক্ষিণাত্য , ছোটোনাগপুর , মেঘালয় ,

২) চিনের তিব্বত ,পামির, ছয়ডাম

৩)তুরস্কের  আনাতোলিয়া 

৪) ইউকন, ৫) কলম্বিয়া,৬)ইথিয়োপিয়া,৭)ফিজেল্ড  মালভূমি ।

শ্রেণিবিভাগ - উৎপত্তি অনুসারে মালভূমি 3টি শ্রেণিতে বিভক্ত- ভ ভূগাঠনিক, ক্ষয়জাত  ও সঞ্চয়জাত মালভূমি ।

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post