ভারতের উত্তরে অবস্থিত হিমালয় পর্বত হল প্রকৃতপক্ষে এক নবীন ভঙ্গিল পর্বত । এই পর্বতের উৎপত্তির কারনকে প্রধানত দুইভাবে ব্যাখ্যা করা হয়।
- মহীখাত বা জিওসিনক্লাইন তত্ত্ব: মহীখাত তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী কোবার। এই তত্ত্ব অনুসারে বর্তমান যে অঞ্চলটিতে হিমালয় পর্বতমালা অবস্থান করছে, সেখানে আজ থেকে প্রায় বারো কোটি বছর আগে টার্সিয়ারি যুগে টেথিস সাগর নামে এক বিস্তীর্ণ অগভীর জলাভূমি ছিল(মহীখাত)। কালক্রমে মহীখাতটির উত্তর(আঙ্গারল্যান্ড) ও দক্ষিণ (গন্ডোয়ানাল্যান্ড) পার্শ্বস্থ প্রাচীন মালভূমি দুটি থেকে
Post a Comment