পশ্চিম হিমালয়:

 পশ্চিম  হিমালয়  এক বা একাধিক পর্যায়ে উথানের ফলে গঠিত হয়েছে।  ভূ-তাত্ত্বিক গঠন অনুযায়ী পশ্চিম  হিমালয়কে নিম্নোক্ত গঠনাঞ্চলে (Structure Zone) ভাগ করা যায়-

  1. ফোরল্যান্ড : এই সমপ্রায়ভূমি প্রধানত কেলাসিত মুরী শিলা দ্বারা গঠিত। 
  2. অটোকথনাস অঞ্চল(A belt of autochthonous): এটি প্রধানত কার্বনিফেরাস থেকে এয়োসিন যুগের শিলা দ্বারা গঠিত এবং রিকাম্বেট   ভাঁজের বৈশিষ্ট্য যুক্ত। দক্ষিণাভিমুখে অতি ভাঁজ ও থ্রাস্টিং এবং উত্তর পূর্ব মুখী নতি ঢালের প্রাধান্য  পরিলক্ষিত হয়।
  3. নাপ  অঞ্চল:  অনেক ক্ষেত্রে বিলোম চু্্যতি রিকাম্বেন্ট অঞ্চলটিকে কর্তন করেছে এবং থ্রাস্ট প্লেনকে ও অতিক্রম করেছে।     

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post