মধ্য হিমালয়:
- প্রায় সব অংশই নেপালে অবস্থিত ।
- এই অংশে শিবালিক শ্রেণি তেমন নেই বললেই চলে।
- মহাভারত লেখ পর্বতমালা মধ্য হিমালয়ে বিস্তৃত।
- পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট(8848 মিটার) এখানে অবস্থিত (নেপাল)
পূর্ব হিমালয়:
- দার্জিলিং-সিকিম হিমালয়: শিবালিকের অংশ হিসাবে বক্সা জয়ন্তী পাহাড় বিচ্ছিন্নভাবে অবস্থিত।
- সিঙ্গালীলা,ডাউহিল,ঘুম পর্বত শ্রেণি এখানে অবস্থিত ।
- সান্দাকফু - 3630 মিটার (পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ) , ফালুট- 3536 মিটার, সবরগ্ৰাম- 3543 মিটার৷
- নেপাল ও সিকিম সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা (8598 মিটার) ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ।
إرسال تعليق