পৃথিবীর প্রধান ভূমিরূপসমূহ (Major landforms of the Earth)

 ভূমির আকৃতি, গঠন,ঢাল, উচ্চতা ও বান্ধুরতার  ভিত্তিতে ভূপৃষ্ঠের যে পৃথক পৃথক চেহারা  বা রূপ গড়ে ওঠে,  তাকে ভূমিরূপ বলে। ভূবিজ্ঞানীগণ নানাভাবে ভূমিরূপের শ্রেণিবিভাগ করেন।

পর্বত (Mountains): সুউচ্চ,খাড়া ঢাল বিশিষ্ট্য,অসংখ্য শঙ্গ যুক্ত,বন্ধুর এবং সুবিস্তৃত অঞ্চল জুড়ে  অবস্থিত শিলাময় ভূমিরূপকে পর্বত বলে।

উদাহরণ: হিমালয়ের,আল্পস,রকি,আন্দিজ।

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post