বর্তমান ও ভবিষ্যতের সম্পূর্ণ চাবিকাঠি যে অতীত এমন নিশ্চিয়ই নয়। সাম্প্রতিক ভৌগোলিক চিন্তাধারার পরিষ্কার ধারণা পেতে হলে এর উৎপত্তি ও অগ্ৰগতির সম্পর্কে জানা প্রয়োজন।
- ভূগোলের আদিকাল(The Ancient Period in Geography) : আদিমকাল থেকে মানুষ চেষ্টা করেছে প্রাকৃতিক শক্তিগুলিকে বুঝতে। প্রকৃতিকে উত্তরোত্তর নিজের নিয়ন্ত্রণে এনেছে মানুষ, পরিবেশে ঘটিয়েছে নানা পরিবর্তন ।ভূগোলের জ্ঞান ছাড়া এ সম্ভব ছিল না। সুদীর্ঘ সময়কাল থেকে মানুষ সর্বদাই প্রকৃতির আপাত খেয়ালখুশির মধ্যে সুসঙ্গতি ও শৃঙ্খলা অনুভব করেছ পৃথিবীর নানা অঞ্চলে নদী উপত্যকাগুলিতে যেসব আদি সভ্যতা গড়ে উঠেছিল (যেমন টাইগ্রিস-ইউফ্রেটিস,নীল,হোয়াংহো বা সিন্ধু ) তাদের প্রতিটিই ভৌগোলিক জ্ঞানের প্রসারে অবদান রেখেছে।
- গ্ৰীক যুগের ভূগোল(Greek Geography) :পাশ্চাত্যে গ্ৰীস দেশের পন্ডিতেরা প্রথম ভূগোলের ধ্যান ধারণাগুলি প্রতিষ্ঠিত করেন।বৈজ্ঞানিকভাবে ভূগোল পাঠের গোড়াপত্তন করেন গ্ৰীক পন্ডিতেরাই। কসমস(Cosmos) বা পৃথিবীকে তারা দেখেন সুসম্বন্ধভাবে সংযুক্ত অংশ নিয়ে তৈরি এক সামগ্ৰিক বিষয় হিসেবে।
Post a Comment