- 1956 সালের 1 নভেম্বর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনে 14 টি রাজ্য ও 6টি কেন্দ্রীয় শাসিত অঞ্চল গঠিত হয়।
বর্তমানে 28 টি রাজ্য ও 8 টি কেন্দ্রীয় শাসিত অঞ্চল নিয়ে ভারত গঠিত।
- 1950 সালে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।
- 1947 সালে 26 অক্টোবর জম্নু-কাশ্মীর ভারতে মুক্ত হয়।
- 1948 সালে হয়দ্রাবাদ ও 1947 সালে মছলিপত্তম এবং সুরাট ভারতের সাথে মুক্ত হয়।
- 1950 সালে চন্দননগর ভারতের সাথে ও 1954 সালে পশ্চিমবঙ্গের সাথে মুক্ত হয়।
- 1951 সালে কোচবিহার পশ্চিমবঙ্গে মুক্ত হয়।
- 1956 সালে পুরুলিয়া পশ্চিমবঙ্গের সাথে মুক্ত হয়।
- 1956 সালে পশ্চিমবঙ্গের গঠন সম্পূর্ণ হয়।
- 1962 সালে পন্ডিচেরি ভারতের সাথে মুক্ত হয়।
- 1953 সালের 22 শে ডিসেম্বর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য "রাজ্য পুনর্গঠন কমিশন" গঠিত হয়েছিল। কমিশনের সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ফজল আলি।
- 1956 সালের 1লা নভেম্বর ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ।
إرسال تعليق