কর্কটক্রান্তি রেখা ভারতের আটটি রাজ্যকে স্পর্শ করেছে। রাজ্যগুলো হলো- গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ,ছত্তিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ,ত্রিপুরা এবং মিজোরাম ।
কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের নদীয়া,পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার উপর দিয়ে গেছে।
কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী অবস্থিত শহর - উদয়পুর,ত্রিপুরা।
কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী রাজধানী - রাচি ,ঝাড়খণ্ড ।
إرسال تعليق